জামালপুরের মেলান্দহ উপজেলায় ভয়াবহ দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন বৃদ্ধা নিহত হয়েছেন এবং তিনটি গরু পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার (১৫ মে) ভোরে ও বুধবার (১৪ মে) রাতে এসব ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত এখনও নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, কুপিবাতি বা মশার কয়েল থেকেই দুর্ঘটনার সূত্রপাত।
বৃহস্পতিবার ভোর চারটায় উপজেলার মেলান্দহ বাজারের সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অজুফা (৮০) নামে এক বৃদ্ধা পুড়ে মারা যান। তিনি ওই এলাকার হেবা মণ্ডলের স্ত্রী।
সুইপার কলোনির বাসিন্দা জয় হরিদাস জানান, “বাথরুমে যাওয়ার সময় দেখি অজুফার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে সবাইকে ডাকি এবং ফায়ার সার্ভিসে খবর দিই।” পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুড়ে যাওয়া অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।
বুধবার রাত সাড়ে দশটার দিকে মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চরবসন্ত পূর্বপাড়ায় একটি গোয়ালঘরে আগুন লাগে। এতে তিনটি গরু পুড়ে মারা যায় এবং আরও দুটি গরু গুরুতর আহত হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন এলাকার ইউপি সদস্য শাহজাহান।
মেলান্দহ ফায়ার স্টেশন জানায়, তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের ধারণা, আগুনের উৎস হতে পারে কুপিবাতি কিংবা মশার কয়েল।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, “পৃথক দুটি অগ্নিকাণ্ডে একজন বৃদ্ধা ও তিনটি গরু মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”