দেশে আসছে চলতি মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ, যার নাম দেওয়া হয়েছে ‘পরশ’। আবহাওয়া পর্যবেক্ষণ সংগঠন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১৪ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে এই শৈত্যপ্রবাহ দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকতে পারে।
বিডব্লিউওটির ফেসবুক পোস্ট অনুযায়ী, শৈত্যপ্রবাহ ‘পরশ’ সক্রিয় থাকাকালীন রংপুর, রাজশাহী, খুলনা এবং সিলেট বিভাগের কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ৮–১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। মৌসুমের শুরুতেই তাপমাত্রা দ্রুত কমে যাওয়ার কারণে উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হবে বলেও তারা উল্লেখ করেছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি শীত মৌসুমে এ পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ ডিগ্রি, কুমিল্লা, নওগাঁর বদলগাছী, গোপালগঞ্জ ও কুড়িগ্রামের রাজারহাটে ১২.৫ ডিগ্রি, আর যশোর ও চুয়াডাঙ্গায় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। রাজশাহী, কুষ্টিয়ার কুমারখালী ও ঈশ্বরদীতেও তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ডিসেম্বর মাস জুড়ে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। মাসের মাঝামাঝি সময়ে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে একাধিক মৃদু (৮–১০° সে.) থেকে মাঝারি (৬–৮° সে.) শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়বে এবং দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য ঠান্ডা অনুভূত হবে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’ কার্যকর হলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই শীতের প্রকোপ স্পষ্টভাবে দেখা যাবে। তাই জনসাধারণকে ঠান্ডাজনিত রোগ প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তারা।