সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের নায়ক ছিলেন অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান। শেষ মুহূর্তের চাপের মধ্যেও ডেথ ওভারে ৭টি ডট বল করে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি।
এই ৭টি ডট বলের মাধ্যমে মোস্তাফিজ গড়েছেন বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ডেথ ওভারে ৩০০ ডট বল দেওয়া প্রথম বোলার হলেন তিনি।
টি-টোয়েন্টির ডেথ ওভারে সর্বাধিক ডট বল দেওয়া বোলারদের তালিকায় মোস্তাফিজ সবার শীর্ষে:
অবস্থান | খেলোয়াড় | ডট বল সংখ্যা |
---|---|---|
১ | মোস্তাফিজুর রহমান | ৩০০+ |
২ | ক্রিস জর্ডান | ২৪১ |
৩ | টিম সাউদি | ২৪০ |
৪ | হারিস রউফ | ২২২ |
৫ | জসপ্রীত বুমরাহ | ২০৮ |
ডট বল ছাড়াও ডেথ ওভারে কত রান খরচ করেছেন, সেটিও গুরুত্বপূর্ণ। এই তালিকায়:
মোস্তাফিজ: ৮৭ ইনিংসে ৭২৫ বল, রান ৯৯০
বুমরাহ: ৪৯৫ বল, রান ৫৬৩
হারিস রউফ: ৫৮৬ বল, রান ৭৮২
রান খরচের দিক দিয়ে মোস্তাফিজ আছেন তৃতীয় অবস্থানে।
শুধু আন্তর্জাতিক নয়, সবধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ডেথ ওভারে মোস্তাফিজের ডট বল সংখ্যা দাঁড়িয়েছে ৮১৬, যা তাকে তৃতীয় অবস্থানে নিয়ে গেছে।
বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জয় পেলেও ম্যাচটি ছিল কড়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ডেথ ওভারে মোস্তাফিজের নির্ভরযোগ্য বোলিংই টাইগারদের জয় নিশ্চিত করে দেয়।
মোস্তাফিজের এমন রেকর্ড শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটের গর্ব। তার বোলিং দক্ষতা ভবিষ্যতে আরও অনেক রেকর্ড গড়বে বলেই আশাবাদী ক্রিকেট বিশ্লেষকরা।