রাজধানীর মুগদা এলাকায় ভূমিকম্পে হেলে পড়া ঝুঁকিপূর্ণ একটি ভবনের নিচতলায় থাকা কয়েকটি দোকান সিলগালা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রোববার (২৩ নভেম্বর) দুপুরে রাজউকের জোন–৬/১ এর একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় এলাকাজুড়ে উত্তেজনা ও স্বস্তি—দুই ধরনের অনুভূতির সৃষ্টি হয়।
রাজউক সূত্রে জানা যায়, সাম্প্রতিক ভূমিকম্পের পর ভবনটিতে বড় ধরনের হেলে পড়ার ঘটনা ঘটে। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। ভবনের নিচতলায় বাণিজ্যিক কার্যক্রম চালু থাকায় ঝুঁকির মাত্রা আরও বেড়ে যায়। জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে নিচতলার সব দোকান সিলগালা করার সিদ্ধান্ত নেয় রাজউক।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন বলেন, “ভবনটি ঝুঁকির মধ্যে রয়েছে। তাই ভবন মালিককে ১৫ দিনের মধ্যে ডিটেল্ড ইঞ্জিনিয়ারিং এসেসমেন্ট (ডিইএ) রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
অভিযানের আরেক পর্যায়ে রাজউক একটি নির্মাণাধীন ভবনের প্যারাপেট ওয়াল ধসে নিরাপত্তাকর্মীর মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে ভবনটির নির্মাণ কাজ বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার জব্দ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্পের পর থেকেই তারা ভবনটি নিয়ে ভয়ে ছিলেন। রাজউকের পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
অভিযানে মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউকের অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।