পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির সক্রিয় রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন দুই শীর্ষ নেতা। জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহবায়ক মো. ইস্রাফিল হাওলাদার শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জামায়াতের সহযোগী সদস্য হিসেবে দলে যোগ দেন।
নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও মাওলানা আবু দাউদের সঞ্চালনায় আয়োজিত প্রতিনিধি সমাবেশে এ যোগদান অনুষ্ঠান হয়। এসময় আরও ৪০-৫০ জন স্থানীয় ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগদান করেন বলে আয়োজকরা জানান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী, যিনি আল্লামা সাঈদীর পুত্র। প্রধান আলোচক ছিলেন পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মোসলেহ্ উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সিফাতুল্লাহ্ বিন বেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মাফুজুর রহমান, উপজেলা শিবির সভাপতি মো. আবু হানিফ, সেক্রেটারি সাকিবুল ইসলাম প্রমুখ।
যোগদান অনুষ্ঠানে মো. ইস্রাফিল হাওলাদার বলেন, “আমি একজন মুসলমান, সমাজে দ্বীন কায়েম করা আমার কর্তব্য। আমি চাই দেশে ইসলাম কায়েম হোক। বিএনপির আদর্শ ইসলামী আদর্শভিত্তিক নয়, তাই আমি সেই দল থেকে বের হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। সারা জীবন ইসলামকে ধারণ করে চলব।”
স্থানীয় রাজনীতিতে এ যোগদানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘদিন বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় থাকা দুই নেতার জামায়াতে ইসলামীতে যোগদানের মধ্য দিয়ে নাজিরপুরের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হলো।