দীর্ঘদিন ধরে দেশের রাজস্ব সংগ্রহ ও কর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে রাতারাতি বিলুপ্ত ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এনবিআরের পরিবর্তে গঠন করা হয়েছে দুটি নতুন সংস্থা—রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।
সোমবার (১২ মে) গভীর রাতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। ব্যাপক গোপনীয়তার মধ্য দিয়ে জারি হয় ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’।
নতুন অধ্যাদেশ অনুযায়ী, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ, নীতিমালা প্রণয়ন ও কর আদায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করবে। অপরদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ প্রতিদিনের রাজস্ব সংগ্রহ ও বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।
প্রশাসনিক কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারদের স্থান দেওয়া হয়েছে। যদিও বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডারদের মতামত উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে কিছু আংশিক পরিবর্তন আনা হয়েছে। তবে মূল রাজস্ব আদায়ের দায়িত্ব সরাসরি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের ওপর ন্যস্ত করা হয়েছে, যা এনবিআরের মূল কাজ ছিল।
রাজস্ব বিভাগের অভ্যন্তর থেকে জানা গেছে, হঠাৎ করে এমন রদবদলে মরাল ও প্রশাসনিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। কর আদায় কার্যক্রমেও ব্যবস্থাপনাগত চ্যালেঞ্জ দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশের রাজস্ব ইতিহাসে একটি যুগান্তকারী পরিবর্তন ঘটেছে এই সিদ্ধান্তের মাধ্যমে। এনবিআর বিলুপ্ত করে দুটি আলাদা বিভাগ গঠন করায় প্রশাসনিক দক্ষতা ও স্বচ্ছতা বাড়বে কি না, সেটিই এখন দেখার বিষয়।