সরকার জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ পুনরায় বৃদ্ধি করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য প্রাথমিকভাবে ছয় মাস সময় দেওয়া হয়েছিল। সেই হিসেবে কমিশনের মেয়াদ ১৫ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কার্যক্রম শেষ না হওয়ায় আগে দুই দফায় মেয়াদ এক মাস করে বৃদ্ধি করা হয়েছিল। এবার তৃতীয় দফায় মেয়াদ ১৫ দিন বাড়ানো হলো।
জাতীয় ঐকমত্য কমিশনকে দেশের ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা ও গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের ধারাবাহিকতায় কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে এবং বিভিন্ন সংস্কারের বিষয়ে রাজনৈতিক ঐকমত্যে পৌঁছেছে। উল্লেখযোগ্য, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত প্রতিশ্রুতি রয়েছে, যা কমিশনের কাজকে আরও প্রাসঙ্গিক ও কার্যকর করে।
কমিশনের সম্প্রতি মেয়াদ বৃদ্ধি এই প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে সহায়ক হবে এবং দেশে সুষ্ঠু ও সমন্বিত রাজনৈতিক সংস্কার বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।