“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদযাপন শুরু হয়েছে।
২৮ মে ২০২৫, বুধবার কাহারোল উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে এই সপ্তাহের শুভ উদ্বোধন হয়।
র্যালিটি কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, নার্স, স্বাস্থ্যকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা। র্যালিতে পুষ্টির গুরুত্ব তুলে ধরে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও পোস্টার প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে হলে শিশুকাল থেকেই সুষম পুষ্টি নিশ্চিত করতে হবে। পুষ্টিহীনতা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।”
সপ্তাহব্যাপী এই আয়োজনের মধ্যে রয়েছে—
পুষ্টি শিক্ষা সেমিনার
প্রজনন বয়সী নারীদের পুষ্টি বিষয়ে কাউন্সেলিং
বিদ্যালয় পর্যায়ে পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা
প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় পুষ্টিকর খাবার বিতরণ
এ ধরনের উদ্যোগে সচেতনতা বৃদ্ধি পাবে এবং জনগণ স্বাস্থ্যবান জীবনধারার প্রতি আগ্রহী হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।