পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) ভোররাতে এ অগ্নিকাণ্ডে বাজারের তিনটি দোকান এবং একটি মোটরসাইকেল সম্পূর্ণভাবে পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতের দিকে বাজারের একটি দোকানে আগুন দেখতে পান এলাকাবাসী। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং এতে মো. সোলায়মান হাওলাদারের ফলের দোকান, এনায়েত হোসেনের ওষুধের দোকান এবং মিজানুর রহমানের ইলেকট্রনিক্স দোকান পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি একটি মোটরসাইকেলও সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে ৬ থেকে ৭ লক্ষ টাকার মালামাল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোয়াইব মুন্সি জানান, "আমরা স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।"
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা প্রশাসনের কাছে সহযোগিতার দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, এমন দুর্ঘটনা আমাদের সব কিছু শেষ করে দিয়েছে। সরকারিভাবে দ্রুত সহযোগিতা না পেলে বড় ধরনের আর্থিক সংকটে পড়তে হবে।