জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে পিরোজপুরের তেজদাসকাঠী কলেজে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে কলেজের অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক শিউলি খানম, রসায়ন বিভাগের সিনিয়র প্রভাষক সুদেব কুমারসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।
সভায় শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর লেখনীর মাধ্যমে আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছেন। তাঁর কবিতা আমাদের সাহস যোগায়, প্রতিবাদের শক্তি জোগায় এবং মানবতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
অধ্যক্ষ আলমগীর হোসেন আলোচনা সভায় বলেন, “কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহী কবিই নন, তিনি ছিলেন সাম্য, মানবতা ও ভালোবাসার কবি। তাঁর রচনা আজও তরুণ প্রজন্মকে স্বাধীনতা, ন্যায় ও সত্যের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।” তিনি আরও উল্লেখ করেন, নজরুলের সাহিত্য ও সঙ্গীত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে যুগযুগ ধরে পথ দেখাবে।
আলোচনা সভা শেষে জাতীয় কবির রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।