জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কর্মসূচি ও সংগঠনকে চাঁদাবাজি থেকে মুক্ত রাখার দৃঢ় অবস্থান জানিয়েছে। ময়মনসিংহ টাউন হল মাঠে আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভা’য় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজিতে লিপ্ত হলে তার জন্য এনসিপিতে কোনো জায়গা নেই।”
তিনি আরও বলেন, “নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে কেউ যদি অনৈতিক সুবিধা নিতে চায়, আমরা তাকে বরদাশত করব না। আমাদের লক্ষ্য সংখ্যা নয়, গুণগতভাবে শক্তিশালী, সৎ এবং নিষ্ঠাবান কর্মীবাহিনী তৈরি করা।”
সভায় হাসনাত আবদুল্লাহ দলের কিছু নেতাকর্মীর সমালোচনা করে বলেন, “অনেকে শুধু ফেসবুকে সেলফি তুলে নিজেদের প্রচার করে, বাস্তব কর্মসূচিতে তাদের খোঁজ মেলে না। এই ‘তেলবাজ-সেলফিবাজ’ সংস্কৃতি এনসিপিতে বরদাস্ত করা হবে না।”
সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন চাই। নির্বাচন কমিশন, পিএসসি ও দুদকের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ নিয়োগ নিশ্চিতে নতুন কমিটি গঠন করা হোক।”
তিনি বলেন, “ব্রহ্মপুত্র নদকে হত্যা করা হয়েছে। আমরা চাই পরিবেশবান্ধব উন্নয়ন ও সুষম বণ্টন নিশ্চিত হোক। এই দাবিগুলোই ‘জুলাই পদযাত্রা’র কেন্দ্রবিন্দু।”
পথসভা শেষে এনসিপি নেতারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর পদযাত্রাটি ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে ফিরে আসে। জনসভা এবং পদযাত্রা নির্বিঘ্ন করতে প্রায় ৫০০ পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন ছিল।
আগামী ৩ আগস্ট ঢাকায় ‘জুলাই সনদ ঘোষণাপত্র’ অনুষ্ঠানেও অংশগ্রহণের জন্য ময়মনসিংহবাসীকে আমন্ত্রণ জানান নেতারা।