দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি বন্দরের সবজি ব্যবসায়ীদের জন্য নবনির্মিত টলশেড ঘরের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে এই টলশেড উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথকাঠি বন্দর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মোঃ কাজী আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার ঘোষ, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন, পৌরসভার সাবেক মেয়র মোঃ শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মানিক, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিএনপি নেতা নাসির উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্রী খোকন সাহা, জগন্নাথকাঠি বন্দর ব্যবসায়ী ও সমিতির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
নবনির্মিত এই টলশেড ঘর তিনটি—যার প্রতিটিতে ১২ জন করে মোট ৩৬ জন ব্যবসায়ীকে লটারির মাধ্যমে নির্ধারিত স্থান বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের জন্য এ উদ্যোগ দীর্ঘদিনের একটি চাহিদা পূরণ করেছে বলে মন্তব্য করেন উপস্থিত নেতৃবৃন্দ।
এ টলশেড ব্যবসায়ীদের পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের পরিবেশ আরও উন্নত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এটি জগন্নাথকাঠি বন্দরের সার্বিক বাণিজ্যিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও প্রত্যাশা করেন সকলে।