ডিসেম্বর মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বেড়ে আগের ১ হাজার ২১৫ টাকা থেকে ১ হাজার ২৫৩ টাকায় নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিইআরসি এ মূল্য সমন্বয়ের ঘোষণা দেয়, যা সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এলপি গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। নতুন ঘোষণায় অটোগ্যাসের দাম ৫৫ টাকা ৫৮ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা করা হয়েছে। এতে পরিবহন ব্যয় ও অটোগ্যাসচালিত যানবাহনের খরচ সামান্য বাড়ার আশঙ্কা রয়েছে।
এর আগে নভেম্বর মাসে ভোক্তাদের স্বস্তি দিয়েছিল এলপি গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত। সে সময় ২৬ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ২১৫ টাকা করা হয় এবং অটোগ্যাসের দাম ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
নতুন এই মূল্য নির্ধারণে ডিসেম্বর মাসে গ্যাস ব্যবহারকারীদের খরচ কিছুটা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আন্তর্জাতিক বাজারের ওঠানামার কারণে মূল্য সমন্বয় একটি নিয়মিত প্রক্রিয়া বলে জানিয়েছে বিইআরসি।