২০২৫ সালের অক্টোবর মাসেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন রেমিট্যান্সের এক নতুন রেকর্ড। মাত্র ২৯ দিনে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২৪৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৯ হাজার ৭৭৩ কোটি ৯০ লাখ টাকা। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২২০ কোটি ৮০ লাখ ডলার, অর্থাৎ প্রবাসী আয় বেড়েছে প্রায় ১০ শতাংশ।
বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১ কোটি ৮০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪.৫০ শতাংশ বেশি।
এর আগে সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। অর্থাৎ, টানা চার মাস ধরে রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।
গত অর্থবছরেও রেমিট্যান্সের ধারা ছিল উল্লেখযোগ্যভাবে ইতিবাচক। ২০২৩–২৪ অর্থবছরে দেশে প্রবাসী আয় এসেছিল ৩০ বিলিয়ন ডলারের বেশি, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় সাড়ে ৬ বিলিয়ন ডলার বা ২৭ শতাংশ বেশি।
অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয় বৃদ্ধির এই ধারাবাহিকতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইতোমধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে, যা অর্থনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে।