খুলনার দিঘলিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হারুন অর রশিদ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টায় তিনি দিঘলিয়া উপজেলা প্রশাসনে নতুন ইউএনও হিসেবে যোগ দেন।
মোঃ হারুন অর রশিদ ৩৬তম বিসিএস ক্যাডার (১৮৩৮৯) হিসেবে বাংলাদেশ প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি যশোর জেলার চৌগাছা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর তিনি সরকারি চাকরিতে প্রবেশ করেন।
এর আগে তিনি খুলনা বিভাগীয় কমিশনারের দপ্তরে দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দিঘলিয়ায় নতুন দায়িত্ব গ্রহণ করে তিনি বলেন, “উন্নয়ন, জনসেবা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখা আমার প্রধান লক্ষ্য। জনগণের সেবাই প্রশাসনের মূল উদ্দেশ্য।”
অন্যদিকে দিঘলিয়ার সদ্য বিদায়ী ইউএনও মোঃ আরিফুল ইসলাম বদলিজনিত কারণে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন। তাঁর বিদায়ের পর শূন্য থাকা পদে মোঃ হারুন অর রশিদ নতুন ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
নবাগত ইউএনও-কে স্বাগত জানাতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা নবনিযুক্ত কর্মকর্তার সফলতা ও দীর্ঘস্থায়ী কর্মজীবনের কামনা করেন।
দিঘলিয়ায় ইউএনও হিসেবে হারুন অর রশিদের যোগদানকে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয়রা “নতুন উদ্যম, নতুন গতি এবং উন্নয়নের নতুন প্রত্যাশা” হিসেবে দেখছেন। তাঁর কর্মনিষ্ঠা, নেতৃত্বগুণ ও জনসেবামূলক মনোভাব দিঘলিয়াকে আরও অগ্রগতি ও সেবামুখী প্রশাসনের পথে এগিয়ে নেবে — এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।