নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি বহুতল ভবনে ঘটে যাওয়া বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন বাংলাদেশি নৃসিংহপুর দিদারুল ইসলাম (৩৬)। দিদারুল নিউ ইয়র্ক সিটি পুলিশের সদস্য ছিলেন এবং গত তিন বছর ধরে এই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি ওই বহুতল ভবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই ট্র্যাজেডি সংঘটিত হয়। নিহত দিদারুলের পরিবার নিউ ইয়র্কের বঙ্কস কাউন্টিতে বসবাস করে। তিনি স্ত্রী ও দুই সন্তানের পিতা ছিলেন এবং পরিবারের তৃতীয় সন্তান জন্মগ্রহণের অপেক্ষায় ছিলেন। দিদারুলের মৃত্যু সংবাদে তার আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব রাতেই রাস্তায় নেমে প্রতিবাদের মতো অবস্থান গ্রহণ করেন।
নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, বন্দুকধারী শেন ডেভন তামুরা (২৭) একটি বিএমডব্লিউ গাড়ি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। গাড়ির মধ্যে থেকে একটি রাইফেলের কেস, লোডেড রিভলভার, ম্যাগাজিন এবং গুলি পাওয়া গেছে। হামলাকারী নিজেই ঘটনার পর আত্মহত্যা করেছেন। তিনি নেভাদা থেকে গাড়ি চালিয়ে নিউ ইয়র্কে এসেছিলেন এবং হামলার কারণ এখনও স্পষ্ট নয়।
এফবিআইয়ের প্রাথমিক তদন্তে বন্দুকধারী শেন তামুরার পেছনে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। নিউ ইয়র্ক পুলিশ ও ফেডারেল কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে।