পিরোজপুর-ইন্দুরকানী মহাসড়কের শংকরপাশার ঝাউতলা এলাকায় অটোরিকশার ধাক্কায় ইসরাত জাহান (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাত জাহান স্থানীয় এক পরিবারের শিশু এবং গোসল শেষে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাত খালে গোসল করে অসাবধানতাবশত রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, "শংকরপাশার ঝাউতলায় সড়ক দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এই দুর্ঘটনা এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে এবং পথচারীদের মাঝে নিরাপত্তা ও সচেতনতার বিষয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।