প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ৮:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ
পিরোজপুর ইন্দুরকানীতে নদীভাঙন এলাকায় বিএনপির ত্রাণ বিতরণ ও নগদ সহায়তা
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে জেলার ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী সদর, বালিপাড়া ও চন্ডিপুর ইউনিয়নের উপকূলীয় নদী তীরবর্তী এলাকার ভাঙ্গা বেরিবাঁধ, পানিবন্দী এলাকার বাড়িঘর পরিদর্শনে গিয়ে নগদ অর্থ সহায়তা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৭জুলাই) দিন ব্যাপী উপজেলার বিভিন্ন নদী তীরবর্তী, পানিবন্দী ও বেরিবাঁধ ভাঙ্গন কবলিত এলাকায় কয়েক শতাধিক ঘরবাড়ি উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে তিনি সরজমিনে পরিদর্শনে গিয়ে তাদেরকে সান্তনা, নগদ অর্থ সহায়তা প্রদান ও শুকনো খাবার বিতরণ করেন।
পরিদর্শনকালে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের সকল স্তরের নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগসহ গরিব ও অসহায় মানুষদের পাশে থাকার নির্দেশ প্রদান করেছেন। তারই অংশ হিসেবে নদীর তীরবর্তী পানিবন্দি ও বেরিবাঁধ ভাঙ্গন কবলিত এলাকায় মানুষের দুঃখ দুর্দশা সরোজমিনে পরিদর্শন করার জন্য দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আপনাদের পাশে এসে সান্তনা,নগদ অর্থ সহায়তা ও শুকনো খাবার বিতরণের জন্য এসেছি।
আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের আগে কাগজ-কলমে অনেক বরাদ্দ দেখিয়ে কাজ না করে টাকা মেরে খেয়েছে কিন্তু গরিব- অসহায়, নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের জন্য কোন কাজ করেনি যার জ্বলন্ত প্রমাণ আপনাদের এ দুঃখ-দুর্দশা।
তিনি আশ্বস্ত করে বলেন,বিএনপি ক্ষমতায় গেলে দেশের সার্বিক উন্নয়নসহ নদী ভাঙ্গন এলাকায় মজবুত, টেকসই বেরিবাঁধ নির্মাণ, গরীব ও গৃহহীন মানুষদের পুনর্বাসন সহ সব ধরনের সহায়তার আশ্বাস দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন। আমরা দলের পক্ষ থেকে সেই শান্তির ও উন্নয়নের বাণী আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক দ্বয় এইচ এম ফারুক হোসেন ও মোস্তান হাফিজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আহসানুল হক ছগির,সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাফিজুল কবির তালুকদার, বালিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি'র আহবায়ক শহিদুল ইসলাম বাবুল তালুকদার, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল ফকির, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক শাফায়েত হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ইউনুস হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা শাহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত