পিরোজপুর পুলিশ লাইনের পুরুষ ফোর্সদের ব্যারাক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন বিপিএম। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত এই উচ্চপদস্থ কর্মকর্তা রুটিনমাফিক নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর পুলিশ লাইনে পৌঁছে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত আইজি সরদার নুরুল আমিন পিরোজপুর জেলা পুলিশ লাইনে অবস্থিত প্রায় তিন শতাধিক সদস্যের পুরুষ ফোর্স ব্যারাকের রেট্রোফিটিং ও শক্তিশালীকরণ নির্মাণ কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি চলমান কাজের মান, নিরাপত্তা ব্যবস্থা ও ফোর্সদের আবাসিক সুবিধা পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় পিরোজপুর জেলা পুলিশ সুপার (এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের অতিরিক্ত আইজিকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করেন। উপস্থিত ছিলেন ইন-সার্ভিস কমান্ড্যান্ট পুলিশ সুপার মুনিরা সুলতানা, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিটপ্রধানরা।
পরিদর্শন শেষে অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন পিরোজপুরে অনুষ্ঠিত পুলিশের প্রশিক্ষণ কোর্সে যোগ দেন। সেখানে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন।
তিনি বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রশিক্ষণ ও উন্নত অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত মান আরও বৃদ্ধি পাবে।”