১৯৯৮ সালে মুক্তি পাওয়া রহস্য ও জাদুতে মোড়া হলিউড সিনেমা প্র্যাকটিক্যাল ম্যাজিক অগণিত দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। দুই জাদুকরী বোন স্যালি ও জিলিয়ান ওয়েনসের প্রেম, ট্র্যাজেডি ও আত্মশক্তির গল্প যেন এক ভিন্ন অভিজ্ঞতা দিয়েছিল দর্শকদের। আর সেই ম্যাজিক এখন ফিরছে আরও বড় পরিসরে, ২৮ বছর পর নির্মিত হচ্ছে প্র্যাকটিক্যাল ম্যাজিক ২।
এই সিক্যুয়েলে আবারও জিলিয়ান ওয়েনস চরিত্রে অভিনয় করছেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিওতে তিনি জানিয়েছেন এই সুখবর। ভিডিওতে দেখা যায়, নিকোল ও সান্ড্রা বুলক হাসিমুখে শুটিং সেটে দাঁড়িয়ে, পাশে জ্বলজ্বল করছে প্র্যাকটিক্যাল ম্যাজিক ২ সিনেমার লোগো। ক্যাপশনে নিকোল লিখেছেন, “জাদুকরিরা ফিরে এসেছে।”
মাত্র কয়েক ঘণ্টায় ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভক্তদের উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন অভিনেত্রীরা। নিকোল কিডম্যান বলেন, “পুরোনো জাদু আর নতুন কিছু আশ্চর্য নিয়ে ফিরছি। ওয়েনস বোনদের গল্প এবার আরও বড়, আরও গভীর।” প্রথম দিনের শুটিং নিয়ে তিনি জানান, স্যালির সঙ্গে রান্নাঘরের সেই বিখ্যাত দৃশ্যটি আবারও ধারণ করা হয়েছে। ৯০-এর দশকে কাজ করার স্মৃতি যেন ফিরে এসেছে।
সিনেমাটি পরিচালনা করছেন সুজানে বিয়ার, যিনি নতুনত্ব এনেছেন ক্যামেরার কাজ ও গল্প বলার ধরনে। তবে ওয়েনস বোনদের রসায়ন রয়েছে আগের মতোই। নিকোলের মতে, “জিলিয়ান চরিত্রটি আমার ক্যারিয়ারের অন্যতম প্রিয়। সে যেমন রহস্যময়, তেমনি মানবিক। আবারও এই চরিত্রে অভিনয় করতে পেরে আমি রোমাঞ্চিত।”
তিনি আরও বলেন, প্র্যাকটিক্যাল ম্যাজিক সিনেমাটি নারীশক্তির প্রতীক হয়ে উঠেছিল, আর এই সিক্যুয়েলও সেই বার্তা বহন করবে আরও জোরালোভাবে।
প্রত্যাশা করা হচ্ছে, প্র্যাকটিক্যাল ম্যাজিক ২ আগামী বছরের ১৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে। নতুন প্রজন্মের দর্শক এবং পুরোনো ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে এক অনন্য জাদুকরি অভিজ্ঞতা।