আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে আরও শক্তিশালী স্কোয়াড গঠন করেছে ঢাকা ক্যাপিটালস। এবার দলটি দলে ভিড়িয়েছে আফগানিস্তানের তারকা উইকেটকিপার-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে। শুক্রবার (১২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে গুরবাজকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে franchise টি।
এর আগে বিপিএলের দুই মৌসুমে দুটি ভিন্ন দলে খেলেছেন গুরবাজ। ২০১৯–২০ মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে পাঁচ ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরি সহ ৯৮ রান করেন তিনি। এরপর ২০২২–২৩ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে দুই ম্যাচে ৭৫ রান যোগ করেন তার ব্যাট থেকে। ধারাবাহিক ব্যাটিং, দ্রুত রান তোলার ক্ষমতা এবং ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ভূমিকার জন্য গুরবাজকে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম কার্যকর ওপেনার হিসেবে বিবেচনা করা হয়।
বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে (আইএল) গালফ জায়ান্টসের হয়ে খেলছেন গুরবাজ। চলমান আসরে তিনি চার ম্যাচ খেলে একটি অর্ধশতকে ১০৬ রান সংগ্রহ করেছেন, যা তার বর্তমান ফর্মের ইঙ্গিত বহন করে।
বিপিএল ২০২৫কে সামনে রেখে ঢাকা ক্যাপিটালস দেশি-বিদেশি সমন্বয়ে একটি ব্যালান্সড ও প্রতিযোগিতামূলক দল গড়েছে। দেশের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন—সাইফ হাসান, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন ও তাইজুল ইসলাম। বিদেশি ক্রিকেটারদের তালিকায় গুরবাজের সঙ্গে আছেন ইংলিশ তারকা অ্যালেক্স হেলস, পাকিস্তানের ইমাদ ওয়াসিম এবং শ্রীলঙ্কার দাসুন শানাকা।
গুরবাজের উপস্থিতি ঢাকার ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করবে, পাশাপাশি টপ-অর্ডারে আগ্রাসী সূচনা এনে দিতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। আসন্ন বিপিএল মৌসুমকে ঘিরে এখন থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়ছে উন্মাদনা।