জুলাই গণআন্দোলনে শহীদ হওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন। মানবিক দায়িত্ববোধ থেকে বুধবার তিনি নিজ উদ্যোগে একে একে শহীদ পরিবারের বাড়িতে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং তাদের খোঁজখবর নেন।
নগদ সহায়তা পাওয়া শহীদরা হলেন— সজল, রিয়াজল, ডিপজল, শাহরিক, ফরিদ ও শাওন। প্রতিটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে কামরুজ্জামান রতন শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই দুঃসময়ে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় তিনি বলেন, “জুলাই শহীদরা জাতির গর্ব। তাঁদের আত্মত্যাগ কোনোভাবেই ভুলে যাওয়ার নয়। বিএনপি সবসময় শহীদ পরিবারের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।” তিনি আরও বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার রক্ষায় বিএনপি জনগণের সঙ্গে থেকেই আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।
সহায়তা গ্রহণকারী শহীদ পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন কঠিন সময়ে একজন রাজনৈতিক নেতার সরাসরি বাড়িতে এসে খোঁজ নেওয়া ও সহায়তা দেওয়া তাদের জন্য বড় মানসিক শক্তি ও সাহসের উৎস।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুম খান, জেলা বিএনপির সদস্য সুলতান সরকার, সাবেক ছাত্রনেতা বাবুল সরকার, বিএনপি নেতা মজিবুর রহমান সরকারসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ রাজনৈতিক সৌহার্দ্য ও সামাজিক দায়িত্ববোধের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।