ঝিনাইদহের বিশিষ্ট সাংবাদিক ও এসএ টিভি এবং দৈনিক বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ'র মাতা রওশন আরা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। রোববার (২০ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
দীর্ঘদিন ধরে থেলাসেমিয়া রোগে ভুগছিলেন রওশন আরা বেগম। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ, সদালাপী ও সমাজসেবামূলক কাজে যুক্ত মানুষ। মৃত্যুকালে তিনি স্বামী, তিন সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রওশন আরা বেগমের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে ঝিনাইদহ সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক মহলে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ প্রেসক্লাব, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামসহ ফয়সাল আহমেদ'র সহকর্মী ও শুভানুধ্যায়ী সাংবাদিকগণ। এক বিবৃতিতে তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, সাংবাদিক ফয়সাল আহমেদ স্থানীয় গণমাধ্যম অঙ্গনের একজন পরিচিত মুখ, যার মা রওশন আরা বেগমের মৃত্যুতে পুরো সাংবাদিক সমাজ গভীরভাবে শোকাহত। মরহুমার জানাজা ও দাফন তাঁর গ্রামের বাড়িতে ধর্মীয় রীতিতে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।