প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৫, ৩:০২ পি.এম
কাশ্মীর ও দিল্লি হামলা নিয়ে মুখ খুললেন শাহরুখ খান
চলতি বছরের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের হামলায় বলিউডসহ পুরো ভারত শোকস্তব্ধ হয়ে পড়ে। এরই মাঝে নভেম্বর মাসে দিল্লিতে ঘটে আরেকটি বিস্ফোরণের ঘটনা। প্রথম হামলার পর শাহরুখ খান কোনো মন্তব্য না করলে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পহেলগাঁও, মুম্বাই এবং দিল্লির হামলায় নিহতদের পরিবারের সদস্যরা। তাদের সামনে দাঁড়িয়ে শাহরুখ খান আবেগঘন কণ্ঠে বলেন, “২৬/১১, পহেলগাঁও ও দিল্লিতে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। দেশকে রক্ষা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আমি তাদেরও প্রণাম জানাই।” তার বক্তব্যে স্পষ্ট ছিল দেশপ্রেম, মানবতা ও শান্তির বার্তা।
শাহরুখ আরও বলেন, “যদি কেউ জানতে চান আপনি কী করেন, গর্ব করে বলবেন—আপনি দেশকে রক্ষা করেন। যদি প্রশ্ন করা হয় আপনার আয় কত, তখন হাসিমুখে বলবেন—আমি ১৪০ কোটি মানুষের আশীর্বাদ অর্জন করি।” তিনি আরো যোগ করেন, “যদি কেউ জিজ্ঞেস করে—আপনি কি ভয় পান না? দৃঢ়ভাবে বলবেন, যারা আমাদের আক্রমণ করে, তারাই ভীত হয়।”
মানবতা ও শান্তির বার্তা তুলে ধরে কিং খান বলেন, “আসুন আমরা সবাই মিলে শান্তির পথ খুঁজি। জাতি, ধর্ম, বৈষম্য ভুলে মানবতার পথে হাঁটি, যেন আমাদের বীর শহীদদের ত্যাগ কখনও বৃথা না যায়।”
শাহরুখ খানের এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনুরাগীরা বলছেন, সমাজের প্রতি দায়িত্ববোধ ও একতার বার্তা ছড়িয়ে দেওয়া এমন তারকাদের দেশ সত্যিই প্রয়োজন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত