ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নতুনভুক্ত মালিথীয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আব্দুল জলিল মোল্লা (৭০) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে লাঙ্গলবাধ বাজার এলাকায় এ নির্মম ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।
আহত আব্দুল জলিল মোল্লা ওই গ্রামের মৃত জহর মোল্লার ছেলে ও লাঙ্গলবাঁধ বাজারের পরিচিত ক্ষুদ্র ব্যবসায়ী। স্বজনদের বরাতে জানা গেছে, রাত ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে লাঙ্গলবাধ বাজার এলাকার সাকোর কাছে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের বিএনপি নেতা হারুন, ফারুক, তুজাম, চাকদাহ গ্রামের এরশাদ, উলুবাড়িয়া গ্রামের পাভেল মন্ডল, শাহীন চুন্নুসহ আরও কয়েকজন তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তারা জলিল মোল্লাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাতেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানান, পায়ের রগ কেটে যাওয়ায় তার অবস্থা গুরুতর। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, “জলিল মোল্লা নামের একজন আহত হয়েছেন শুনেছি, তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”