শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ বড় ব্যবধানে হারলেও একই দিনে গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক ম্যাচেই ব্যাটে-বলে ঝলক দেখান সাকিব আল হাসান। তার অলরাউন্ড পারফরম্যান্সে দল যেমন জয় পায়, তেমনি ম্যাচসেরাও হন এই টাইগার তারকা।
ম্যাচে সাকিব ব্যাট হাতে খেলেন ৩৭ বলে ৫৮ রানের কার্যকরী ইনিংস। শুধু তাই নয়, বল হাতেও ছিলেন দুর্দান্ত—৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। যদিও তিনি এখন জাতীয় দলের বাইরে, তবে তার পারফরম্যান্স আবারও আলোচনায় এনেছে তাকে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, “বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। তার জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা রয়েছে। তবে এটি সম্পূর্ণ নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।”
শনিবার (১২ জুলাই) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও জানান, “আগে কীভাবে সিদ্ধান্ত হতো তা জানি না, কিন্তু বর্তমানে বোর্ড সভাপতি সম্পূর্ণ দায়িত্ব দিয়েছেন ক্রিকেট অপারেশন্স, নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টকে। সাকিবের বিষয়টি তাদের নজরে এসেছে এবং তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন।”
প্রসঙ্গত, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই ভালো করছেন। তবে অনেকেই ভাবছিলেন, হয়তো তার জাতীয় দলের ক্যারিয়ারের শেষ দেখা হয়ে গেছে। কিন্তু বিসিবি পরিচালকের বক্তব্যে নতুন আশার আলো দেখছেন তার ভক্তরা।