ভারতের রাজস্থানের যোধপুরে কুসংস্কারের ভয়াবহতার শিকার হয়েছে মাত্র ১৬ দিনের একটি শিশু। দ্রুত বিয়ের প্রস্তাব পাওয়ার আশায় চার নারী মিলে শিশুটিকে পা দিয়ে পিষে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়—একজন নারী শিশুকে কোলে নিয়ে জপ করছেন এবং তার চারপাশে বসে থাকা অন্য নারীরাও একই জপে যোগ দিচ্ছেন। ধারণা করা হচ্ছে, তারা স্থানীয় লোকদেবতা ভেরুকে আহ্বান করছিলেন।
শিশুটির বাবা জানান, তার সন্তানকে যারা হত্যা করেছে, তারা তার শ্যালিকা। তিনি বলেন, “তারা কিছুদিন ধরে বিয়ের অপেক্ষায় ছিল। তারা বিশ্বাস করত, আমার ছেলেকে পদদলিত করলে তাদের দ্রুত বিয়ের প্রস্তাব আসবে।”
তিনি আরও দাবি করেন, “আমি আমার সন্তানের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।”
এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনার পেছনে কুসংস্কার ও ধর্মীয় Ritual-এর ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।