বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া তনুশ্রী দত্ত ফের শিরোনামে। দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকলেও সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রকাশ করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন তিনি। ভিডিওতে তনুশ্রী অভিযোগ করেন, ২০১৮ সালে মি টু আন্দোলনে মুখ খোলার পর থেকে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, এমনকি হত্যাচেষ্টাও চালানো হয়েছে বলে দাবি তার।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, তনুশ্রী তার নিজ বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি নিজের ঘরেই হয়রানির শিকার। পুলিশকে ফোন করেও সাহায্য পাচ্ছি না, তারা থানায় এসে লিখিত অভিযোগ দিতে বলেছে। আমি অসুস্থ, গত পাঁচ বছর ধরে এমন ঘটনার শিকার হচ্ছি।”
এই পরিস্থিতির জন্য সরাসরি ২০১৮ সালের মি টু আন্দোলনে অংশগ্রহণকেই দায়ী করেছেন তিনি। এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, “এটা কোনো স্ট্যান্ট নয়। আমার জীবনে যা ঘটেছে, তারই আবেগঘন প্রতিক্রিয়া এই ভিডিও। গাড়ির ব্রেক ফেল, খাবারে অজানা পদার্থ মেশানো, বাড়ির চারপাশে সন্দেহজনক চলাফেরা—সবই পরিকল্পিত হয়রানির অংশ।”
সিনেমা ইন্ডাস্ট্রির কারও কাছ থেকে সাহায্য পেয়েছেন কি না—এমন প্রশ্নে তনুশ্রী বলেন, “আমার এখন কোনো বন্ধু নেই। মি টু আন্দোলনের পর সবাই দূরে সরে গেছে।”
তবে নেটিজেনদের একাংশ এই ভিডিওকে ‘বিগ বসে’ অংশগ্রহণের চেষ্টা হিসেবে কটাক্ষ করছেন।对此 তনুশ্রী বলেন, “মানুষ এসব বলবেই। আমি ২০০৪ সালের মিস ইউনিভার্স ইন্ডিয়া, আমার ভাইরাল হওয়ার জন্য এসব ড্রামা করার দরকার নেই।”
তনুশ্রী দত্ত বলিউডে ‘আশিক বানায়া আপনে’, ‘ডোল’, ‘বাগাম বাগ’-এর মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন। তবে ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় মিডিয়া থেকে দূরে সরে যান এবং পরবর্তীতে মি টু আন্দোলনে সরব হন। এরই ধারাবাহিকতায় বর্তমানে তার জীবন নানা চ্যালেঞ্জে ঘেরা বলে জানিয়েছেন তিনি।