তেরখাদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রবাহ পত্রিকার খুলনা প্রতিনিধি সাংবাদিক এ জি এম বাসিতুল হাবিব প্রিন্স (৫৫) আর নেই। বুধবার (১৬ জুলাই) সকাল সোয়া ৯টায় খুলনা নগরীর নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রিন্স খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিকতা জীবনে তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেছেন, যা তাকে খুলনা অঞ্চলের একজন সম্মানিত সংবাদকর্মীতে পরিণত করেছিল।
বুধবার আসর বাদ তেরখাদা উপজেলার সরকারি ইখড়ি কাটেঙ্গা হাই স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক মহলের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
তার মৃত্যুতে খুলনার দিঘলিয়া প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে। প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, সিনিয়র সহ-সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভসহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ পৃথকভাবে শোকবার্তা প্রকাশ করেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাংবাদিক বাসিতুল হাবিব প্রিন্সের জীবনের আদর্শ, পেশাগত নিষ্ঠা ও সততা আগামীর সংবাদকর্মীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।