আগামী ডিসেম্বরের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এর আগে সিইসি বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেন। সভায় নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা এবং প্রশাসনিক সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এএমএম নাসির উদ্দিন বলেন, “যেহেতু আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে, তাই বিচার সম্পন্ন হওয়ার আগে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে, বিচার শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত বিবেচনা করা হবে।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কোনো দল বা ব্যক্তি নয়, বরং দেশের জনগণের প্রতি দায়বদ্ধ। আইনের সীমারেখার মধ্যেই কমিশন তার দায়িত্ব পালন করবে।
এনসিপির শাপলা প্রতীক পাওয়ার দাবির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন কমিশনের অনুমোদিত প্রতীক তালিকায় শাপলা প্রতীক নেই, তাই সেটি দেয়ার কোনো সুযোগ নেই।”
তিনি আরও জানান, কোনো গোয়েন্দা সংস্থা বা প্রশাসনিক প্রভাবের বাইরে থেকে স্বাধীনভাবে নির্বাচন কমিশন কাজ করবে।
সভায় বরিশাল বিভাগের কমিশনার, ছয় জেলার জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।