রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খান জানান, দুর্ঘটনার পরপরই উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে অংশ নেয়। এখনো উদ্ধার অভিযান চলমান রয়েছে।
দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বায়তুল মোকাররম ঘাঁটি থেকে উড্ডয়ন করে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়। কয়েক মিনিটের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস এলাকায় বিধ্বস্ত হয়। তারা আরও বলেন, “হঠাৎ বিকট শব্দে বিমানটি নিচে পড়তে দেখেছি, এরপরই আগুনের ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে এবং আশপাশে শত শত মানুষ জড়ো হয়েছেন। অনেক শিক্ষার্থী এবং সাধারণ মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলেছেন। এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনী একটি তদন্ত কমিটি গঠন করতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
এ ধরনের দুর্ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি নিরাপত্তা বিশ্লেষকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা প্রশিক্ষণ ব্যবস্থার আরও উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।