প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ৯:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ২:৪৮ পি.এম
উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ
উইমেনস ওয়ানডে বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার (২ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশি বোলাররা শুরু থেকেই পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান। ফলে প্রতিপক্ষ মাত্র ৩৮.৩ ওভারে অলআউট হয়ে ১২৯ রানের ছোট লক্ষ্যই দিতে সক্ষম হয়।
ম্যাচের প্রথম ওভারেই পেসার মারুফা আক্তার পরপর দুটি নিখুঁত ডেলিভারিতে ওমাইমা সোহেল ও ফর্মে থাকা সিদরা আমিনকে বোল্ড করে পাকিস্তানকে চাপে ফেলে দেন। উল্লেখযোগ্য হলো, ২০২৫ সালে ৮৬.৩৩ ব্যাটিং গড়ে খেলা সিদরা আমিন প্রায় সাড়ে ছয় বছর পর শূন্য রানে আউট হন এবং ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রথম বলেই বিদায় নেন।
বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন লেগ স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার। তিনি মাত্র ৩.৩ ওভারে ৩টি মেডেনসহ ৫ রান খরচ করে পাকিস্তানের শেষ তিন উইকেট তুলে নেন। মারুফা আক্তার এবং বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারও নিয়ন্ত্রিত বোলিং করে দুটি করে উইকেট লাভ করেন।
পাকিস্তানের ব্যাটাররা পুরো ম্যাচে ব্যর্থতার পরিচয় দেন। ইনিংসে সর্বোচ্চ রান আসে রামিন শামিমের ব্যাট থেকে, তিনি করেন ২৩ রান। মুনিবা আলি (১৭) এবং রামিন দ্বিতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়লেও সেটিই ইনিংসের সর্বোচ্চ জুটি ছিল। নাহিদা আক্তার মুনিবাকে ফেরালে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে এবং দলটি ১২৯ রানে গুটিয়ে যায়।
বিশ্বকাপের আগে প্রস্তুতির ঘাটতি থাকলেও, প্রায় সাড়ে পাঁচ মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফেরা নিগার সুলতানার দল বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে আত্মবিশ্বাসী সূচনা করেছে।
পাকিস্তানের ইনিংস: ৩৮.৩ ওভারে ১২৯ (মুনিবা ১৭, রামিন ২৩, ফাতিমা ২২; স্বর্ণা ৩.৩-৩-৫-৩, মারুফা ৭-০-৩১-২, নাহিদা ৮-১-১৯-২)।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত