1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
উত্তরায় রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০২:২৫ অপরাহ্ন

উত্তরায় রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে

মোঃ কবির হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
উত্তরায় রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের লাভলীন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের সদর দপ্তর এই অগ্নিকাণ্ডের খবর পায়। এর পর পরই, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। বর্তমানে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের সূত্রপাতের কারণ এখনও জানা যায়নি, তবে তারা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছে। ঘটনাস্থলে কাজ করা ইউনিটগুলো কার্যকরভাবে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য একযোগে কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটি যথেষ্ট পুরনো হওয়ায় আগুন ছড়িয়ে পড়তে সময় নেয়নি। তাদের প্রচেষ্টা হচ্ছে দ্রুত আগুন নিভিয়ে, ক্ষয়ক্ষতি কমানো। ঘটনাস্থলে কর্তব্যরত কর্মকর্তারা আরও জানান, আগুনের ব্যাপারে বিস্তারিত তদন্ত করা হবে।

এ ঘটনার পর স্থানীয় এলাকাবাসী এবং অন্যান্য লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। ফায়ার সার্ভিসের টিম পুরো ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং আগুনের বিস্তার রোধে সর্বোচ্চ চেষ্টা করছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরবর্তী কার্যক্রম শুরু হবে।

এদিকে, লাভলীন রেস্টুরেন্টটি একটি জনপ্রিয় রেস্টুরেন্ট হওয়ায়, স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ অব্যাহত রেখেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট