1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
একসাথে ১৯০টি পদের দায়িত্ব সামলাচ্ছেন কাহারোল ইউএনও আমিনুল ইসলাম! - RT BD NEWS
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা, গাজা হবে ‘ফ্রিডম জোন’ ১ জুলাই থেকে ইন্টারনেটের দাম কমছে ২০ শতাংশ শিল্প খাতে গ্যাস-সংকট: উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানে চরম প্রভাব ভারত থেকে পুশ ইন বাড়ায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫০টি দোকান ঐশ্বরিয়া রাইকে দেখতে কানে সাংবাদিকদের ভিড়, শেষ পর্যন্ত এলে না চীন ও রাশিয়ার সামরিক সম্পর্ক জোরদারে প্রস্তুত বেইজিং মালয়েশিয়ায় লক্ষাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা: আসিফ নজরুল দক্ষিণ আমেরিকার আমাজনের কোকো গাছ টাঙ্গাইলে আবাদ হচ্ছে ঝিনাইদহে প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি

একসাথে ১৯০টি পদের দায়িত্ব সামলাচ্ছেন কাহারোল ইউএনও আমিনুল ইসলাম!

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
দিনাজপুরের কাহারোল ইউএনও মোঃ আমিনুল ইসলাম
দিনাজপুরের কাহারোল ইউএনও মোঃ আমিনুল ইসলাম

  দিনাজপুরের কাহারোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম একসঙ্গে প্রায় ১৯০টি পদের দায়িত্ব সামলাচ্ছেন। বিশাল কর্মভার থাকা সত্ত্বেও তিনি নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাভাবিক দায়িত্বের পাশাপাশি তিনি সরকারের দেওয়া অতিরিক্ত দায়িত্বও পালন করছেন। উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি মাদ্রাসা ও ৭টি কলেজের সভাপতির দায়িত্ব পালন করতে হচ্ছে তাকে। পাশাপাশি, ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব সামলাচ্ছেন তিনি, যা উপজেলা শিক্ষা কমিটির সভাপতির দায়িত্বের অংশ।

কাহারোল উপজেলায় উপজেলা চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠানের স্থানীয় সভাপতির পদ শূন্য থাকায় সব দায়িত্ব ইউএনওর কাঁধে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়া হয়। ফলে, ৪০-৪৫টি কমিটির সভাপতির দায়িত্বের পরিবর্তে বর্তমানে ইউএনও আমিনুল ইসলামকে অন্তত ১৯০টি পদের দায়িত্ব পালন করতে হচ্ছে।

তিনি আইন শৃঙ্খলা কমিটি, শিক্ষা, কৃষি উন্নয়ন, প্রতিবন্ধী ভাতা, হাট-বাজার ব্যবস্থাপনা, বয়স্ক-বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, অতি দরিদ্রদের কর্মসংস্থান, মাতৃত্বভাতা, চোরাচালান প্রতিরোধ, এনজিও সমন্বয়, টেন্ডার, টিআর-কাবিটা, সরকারি দপ্তরগুলোর কমিটি এবং বিভিন্ন দিবস উদযাপনের দায়িত্বও পালন করছেন।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী জানান, আগে প্রতিদিন শত শত মানুষ তাদের কাছে সেবা নিতে আসতেন। এখন উপজেলা চেয়ারম্যান না থাকায় সব কাজের চাপ ইউএনওর উপর পড়েছে। এত দায়িত্ব একা সামলানো কঠিন হলেও তিনি অবিশ্বাস্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, “এতগুলো দায়িত্ব একা পালন করা কঠিন হলেও নাগরিক সেবা নিশ্চিত করতেই হবে। অতিরিক্ত সময় দিয়ে হলেও জনগণের সেবা নিশ্চিত করার চেষ্টা করছি।” তিনি আরও জানান, অফিসের কর্মীদের নিয়ে অতিরিক্ত সময় কাজ করে যাচ্ছেন, যাতে উপজেলা পরিষদে আসা মানুষের কোনো হয়রানির শিকার না হতে হয়।

এই বিরল নিষ্ঠা ও পরিশ্রমের কারণে ইউএনও আমিনুল ইসলাম ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট