আওয়ামী লীগের নিবন্ধন বাতিলসহ তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। রোববার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে প্ল্যাটফর্মটির নেতাকর্মীরা সড়কের মাঝখানে শুয়ে রাস্তা অবরোধ করেন।
অবরোধের ফলে সড়কের যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে অবরোধকারীদের সংখ্যা কম হওয়ায় পাশের রাস্তাগুলো দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল।
এর আগে দুপুর সাড়ে ১২টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চ মিছিল শুরু করে। মৎস্যভবন হয়ে মিছিলটি দুপুর ১টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে পৌঁছায়। সেখানেই আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেডের মুখে নেতাকর্মীরা রাস্তার ডানপাশে বসে পড়েন।
পুলিশ ও এপিবিএন সদস্যরা যমুনা অভিমুখে যাওয়ার রাস্তার দুই পাশে ব্যারিকেড দেন। এ পরিস্থিতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি জানান, প্রধান উপদেষ্টা বা তার প্রতিনিধিদের সঙ্গে দেখা না করা পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন এবং গণঅনশনে বসবেন।
ইনকিলাব মঞ্চের তিনটি প্রধান দাবি হলো, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার, প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
অবরোধ চলাকালে সড়কের পরিবেশ উত্তপ্ত থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে যান চলাচলে অস্থায়ী অসুবিধা দেখা গেলেও বিকল্প রাস্তা দিয়ে যান চলাচল অব্যাহত ছিল।
এই আন্দোলনের প্রেক্ষাপট ও এর পরবর্তী পদক্ষেপের দিকে সবার দৃষ্টি রয়েছে।