রূপগঞ্জ উপজেলার ভুলতা সাওঘাট এলাকায় চাঁদাবাজি ও আওয়ামী লীগ সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন ছাত্রদল নেতারা। সোমবার বেলা ১১টায় বিসমিল্লাহ আড়তের সামনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে ছাত্র নেতাদের পাশাপাশি ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিরাও অংশ নেন।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী প্রধান। তিনি বলেন, “চাঁদাবাজি থেকে আমরা মুক্তি চাই। আওয়ামী সন্ত্রাসীদের শক্ত হাতে প্রতিহত করতে চাই। চাঁদাবাজির বিরুদ্ধে আমরা প্রশাসনের সহায়তা কামনা করছি। এটি আমাদের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনের জন্য অত্যন্ত জরুরি।”
সভায় বিএনপি কর্মী মাছুদ রানা বলেন, “চাঁদাবাজদের হাত থেকে রেহাই পেতে আমরা প্রশাসনের সহযোগিতা চাই। যদি শাওঘাট এলাকার কোনো ব্যবসায়ী বা ব্যক্তি চাঁদাবাজির শিকার হন, তবে আমরা আহ্বান জানাই, তারা গোপনীয়তার সঙ্গে সঠিক তথ্য-প্রমাণ নিয়ে প্রশাসনকে অবহিত করুন।”
প্রতিবাদ সভায় সাওঘাট ও গাউছিয়া এলাকার ব্যবসায়ী মহল, মিল-কারখানার শ্রমিক ও স্থানীয় নেতারা একত্রে অংশগ্রহণ করেন। বক্তারা সাওঘাট এলাকায় ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের উপর অব্যাহত চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।
এসময় এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের দাবি, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনবে।
এই প্রতিবাদ সভা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং এলাকাবাসীর মধ্যে আশার আলো জাগিয়েছে।