1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
কালীগঞ্জে ফার্নিচার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষয়ক্ষতি প্রায় ২০ লক্ষ টাকা - RT BD NEWS
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানিতে ক্রয় কমিটির অনুমোদন বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয় নিশ্চিত নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বিএসএফ খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে পুশইন মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভ্রমণ ব্যয়ে বরাদ্দ পেতে সাত শর্ত কাশ্মীরে হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, নিহত বহু পুলিশের মামলায় গণগ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য গ্রাম ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা, পলাতক স্বামী কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কিশোরী উদ্ধারে গিয়ে হামলার শিকার যশোরের ৩ পুলিশ সদস্য প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার আমরণ অনশন

কালীগঞ্জে ফার্নিচার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষয়ক্ষতি প্রায় ২০ লক্ষ টাকা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
কালীগঞ্জে ফার্নিচার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নলডাঙ্গা রোডে অবস্থিত পূর্ণিমা ফার্নিচারে গত শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে দোকানে থাকা প্রায় ২০ লক্ষ টাকার ফার্নিচার সম্পূর্ণভাবে পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের সময় স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেন। তবে প্রচণ্ড আগুনের কারণে তাঁদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে আশপাশের অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। যদিও বিষয়টি আরও ভালোভাবে তদন্ত করে নিশ্চিত করা হবে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় দোকান মালিকসহ স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা শোকাহত। দোকানটিতে থাকা প্রায় ২০ লক্ষ টাকার ফার্নিচার সম্পূর্ণ পুড়ে যাওয়ায় দোকানের মালিক চরম ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রতি সমবেদনা জানিয়েছেন এবং পুনরায় ঘুরে দাঁড়ানোর জন্য তাঁকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট