বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীম শোক বার্তায় উল্লেখ করেন, আমাদের জাতীয় ইতিহাসের ক্ষনজন্মা রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই নন্দিত জননেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, বিএনপির অন্যতম ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান জাতীয়তাবাদী দলের রাজনীতিতে এসেছেন। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার এই জগতের মায়া ত্যাগ করে চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী, আব্দুল্লাহ আল নোমান।
তিনি তার বর্নাঢ্য রাজনৈতিক জীবনে একজন সত্যিকারের সফল রাজনীতিবিদ হিসেবে সততা, দেশপ্রেম ও আদর্শিক মূল্যবোধের ভিত্তিতে গণমানুষের কল্যানে ব্যাপকভাবে জনগণের কাছে সমাদৃত ও অভিষিক্ত হয়েছেন। এটিই তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সফলতা। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়।
মরহুম এই মহান নেতার (৭৯) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পেশাজীবীদের অন্যতম নেতা, রাজপথের ত্যাগী ও সাহসী নেতৃত্ব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
শোকবার্তায় তিনি আরো বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ক্ষমা করে দেন এবং সকল ভালো কাজের উছিলায় তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমীন।