1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ছাত্রদলকে গঠনমূলক ছাত্ররাজনীতিতে ফেরার আহ্বান শিবির সভাপতির - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

ছাত্রদলকে গঠনমূলক ছাত্ররাজনীতিতে ফেরার আহ্বান শিবির সভাপতির

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক পোস্টে ছাত্রদলকে গঠনমূলক ছাত্ররাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসের মূল বক্তব্য ‘ছাত্রদলের প্রতি আহ্বান’ শিরোনামে দেওয়া পোস্টে তিনি বলেন, ছাত্রদলকে শত্রু মনে করে না শিবির, তাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে। ছাত্রদলকে অতীত থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “আমাদের আহ্বানে সাড়া না দিয়ে তারা ফ্যাসিস্ট ও শাহবাগী দোসরদের পরামর্শে এগিয়ে যাচ্ছে, যার প্রতিফলন কুয়েটের সাম্প্রতিক সংঘর্ষে দেখা গেছে।”

কুয়েট সংঘর্ষের প্রসঙ্গ তিনি কুয়েট সংঘর্ষের প্রসঙ্গ টেনে বলেন, “আজকের ঘটনা এবং গত জুলাই-আগস্টে ছাত্রলীগের কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য কোথায়?” তার মতে, ছাত্রদল দখলদারিত্বের মনোভাব ত্যাগ না করলে তারা আগের মতোই ভুল পথে হাঁটবে।

বন্ধুপ্রতিম সংগঠন হিসেবে ছাত্রদলকে মূল্যায়ন শিবির সভাপতি বলেন, “আমরা আপনাদের শত্রু নই। অতীতে আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, তা স্বীকার করতেই হবে। তবে আপনারা আগের মতোই উল্টোপথে হাঁটছেন।”

নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান তিনি ছাত্রদলকে শিক্ষা ও সেবামূলক ছাত্ররাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে সামর্থ্যের আলোকে ভূমিকা রাখুন।’

শিবির সভাপতির এই আহ্বান ছাত্ররাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে, ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনৈতিক সম্পর্ক এবং ভবিষ্যৎ কৌশল কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। কুয়েট সংঘর্ষের পরিপ্রেক্ষিতে শিবির সভাপতির এই মন্তব্য ছাত্ররাজনীতির গতিপথে নতুন মাত্রা যোগ করতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট