1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে তিনজন আহত - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে তিনজন আহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে তিনজন আহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে একজন শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) রাতে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় এই আক্রমণের ঘটনা ঘটে। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আহতদের পরিচয় মো. শাহারিয়ার ভূতাত্ত্বিক বিভাগের শিক্ষার্থী, অজয় হালদার নিরাপত্তা প্রহরী, আবদুল জব্বার দোকানদার, যিনি গুরুতরভাবে আহত হয়েছেন, কীভাবে ঘটেছে আক্রমণ, নিরাপত্তা প্রহরী অজয় হালদার জানান, “রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ একটি শিয়াল জঙ্গল থেকে বেরিয়ে এসে আমার পায়ে কামড় দেয়। শিয়ালটিকে আঘাত করার পর সেটি আবার জঙ্গলে চলে যায়।”

এদিকে, দোকানদার আবদুল জব্বারকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকায় শিয়ালটি আক্রমণ করে। চিকিৎসক ডা. শামসুর রহমান জানিয়েছেন, তার মুখ, হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে শিয়ালটি কামড় দিয়েছে এবং তার অবস্থা গুরুতর।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন, “শিয়ালটি সম্ভবত র‌্যাবিসে আক্রান্ত, যার কারণে এটি অস্বাভাবিক এবং আক্রমণাত্মক আচরণ করছে। এটি সামনে যাকে পাচ্ছে, তাকেই কামড়াচ্ছে। অতি দ্রুত প্রাণীটিকে হত্যা করে মাটিচাপা দেওয়া উচিত। আহতদের অবশ্যই র‌্যাবিস টিকা নিতে হবে।”

এই ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার এবং বন্যপ্রাণীদের আক্রমণ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ক্যাম্পাসের এই ঘটনায় শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বন্যপ্রাণীর এমন আচরণ রোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট