ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, ওইদিন সকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় কয়েকজন পথচারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হন, যাদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। তবে, হাসপাতালে পৌঁছানোর পথে আরও ৫ জন নিহত হয়েছেন।
এ দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করা হচ্ছে।
এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা সড়ক নিরাপত্তা এবং চালকদের সতর্কতার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।