তারুণ্যের উৎসব উপলক্ষে দিনাজপুরের কাহারোলে এনএস কম্পিউটারের আয়োজনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
স্কুল-কলেজের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারে, সে লক্ষ্যে এনএস কম্পিউটার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়ক এই উদ্যোগের অংশ হিসেবে ৩ মাসব্যাপী ‘কম্পিউটার অপারেটর ফুল কোর্স’ বিনামূল্যে পরিচালিত হবে।
গত ১০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ পর্যন্ত প্রশিক্ষণার্থী ভর্তি হওয়ার সুযোগ থাকবে বলে এনএস কম্পিউটার কর্তৃপক্ষ জানিয়েছে।
এই প্রশিক্ষণ কার্যক্রম তারুণ্যের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।A