বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মজলুম জননেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী ২৮ জানুয়ারি ২০২৫ খুলনা মহানগরীতে অনুষ্ঠিত হবে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা এবং আধুনিক রাষ্ট্রচিন্তা বিষয়ক কর্মশালা। এ কর্মশালায় উপস্থিত থাকবেন বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দ। এছাড়াও, ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা।
আজ ২৫ জানুয়ারি, শনিবার সকাল ১০টায় বাগেরহাট কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় কর্মশালার প্রস্তুতিসভা। সভায় বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ৯টি উপজেলা এবং ৩টি পৌরসভার আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিষয় নিয়ে তাত্ত্বিক বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম আকরাম হোসেন তালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর, বরেণ্য কৃষিবিদ শামীমুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, পৌর আহ্বায়ক মন্টু মিয়া, পল্টু, হিরোসহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এ কর্মশালা সফলভাবে আয়োজনের লক্ষ্যে কর্মী প্রস্তুতিতে সবার ঐক্যবদ্ধ উদ্যোগকে স্বাগত জানানো হয়।