থার্টিফার্স্ট নাইটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারকোটিক্স) রাজধানীর কয়েকটি পাঁচতারকা হোটেলে অভিযান চালিয়ে অবৈধ মদ ও বিয়ার জব্দ করেছে। এতে হোটেলগুলোর ডিজে পার্টি ও পাশ্চাত্য ধাঁচের অন্যান্য অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। অভিযানে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
নারকোটিক্স জানায়, থার্টিফার্স্ট নাইটে সন্ধ্যার পর হোটেলের বার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু নির্দেশনা অমান্য করে কয়েকটি হোটেলে ডিজে পার্টি আয়োজন এবং অনুমোদনহীন এলাকায় মদ ও বিয়ার পরিবেশনের ব্যবস্থা করা হয়। অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত ১৩৬ বোতল বিদেশি মদ ও ৩২৬ ক্যান বিয়ার গুলশানের ওয়েস্টিন হোটেল থেকে জব্দ করা হয়। বনানীর শেরাটন হোটেল থেকেও অবৈধ মদ ও বিয়ার উদ্ধার করা হয়।
সূত্র জানায়, ওয়েস্টিন হোটেলে তিনটি ভেন্যু কোটি টাকায় ভাড়া দিয়ে ডিজে পার্টি আয়োজন করা হয়। বলরুম এবং ২৩ তলার প্রেগো বার ভাড়া নিয়েছিলেন ডিজে প্রিন্স। পুল সাইড এলাকা ভাড়া নিয়েছিলেন সজিব ও হৃদয় নামের দুই অ্যারেঞ্জার। ডিজে পার্টির টিকিট ৩ থেকে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়। হোটেলে আকস্মিক অভিযানের ফলে অনুষ্ঠান বন্ধ হয়ে গেলে অনেকেই হোটেল কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেন।
শেরাটন হোটেলেও ৫০ লাখ টাকায় রুফটপ ভাড়া নিয়ে ডিজে পার্টি আয়োজন করা হয়। টিকিট ৭ থেকে ১০ হাজার টাকায় বিক্রি করা হলেও অভিযানের কারণে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। আগতরা টিকিটের টাকা ফেরত চেয়ে হইচই করে।
গুলশানের রেনেসাঁ ও খিলক্ষেতের রিজেন্সি হোটেলেও অভিযান চালানো হয়। রিজেন্সি হোটেলের রুফটপসহ বিভিন্ন জায়গায় মদ ও বিয়ারের মজুত পাওয়া যায়। সেখান থেকে ৯১ বোতল বিদেশি মদ ও ৩৬৭ ক্যান বিয়ার জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা হয়।
নারকোটিক্সের ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালক একেএম শওকাত ইসলাম জানান, “পাঁচতারকা হোটেলে অভিযানের মধ্য দিয়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশের বার্তা দিতে চেয়েছি। আইনের চোখে সবাই সমান, কেউ ছাড় পাবে না।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থার্টিফার্স্ট নাইটে প্রক্টোরিয়াল টিমের অভিযানে ৯ শিক্ষার্থীকে মদ্যপ অবস্থায় আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। আটক শিক্ষার্থীদের মধ্যে ৫ জন নারী এবং ৪ জন পুরুষ।
থার্টিফার্স্ট নাইটে রাজধানীতে নারকোটিক্সের এই অভিযান তাদের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করেছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।