1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
দিঘলিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা - RT BD NEWS
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় নারী চিকিৎসকে চেম্বার থেকে টেনে নিয়ে সড়কে মারধর বাংলাদেশে পুষ্টিহীনতায় ভুগছে কোটি শিশুরা: সংলাপে উদ্বেগ প্রকাশ বেইলি রোডে বহুতল ভবনে আগুন, ১৮ জনকে জীবিত উদ্ধার জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে চরম ভোগান্তি, অভিযোগের পাহাড় যাত্রীদের ঈদুল আজহা ২০২৫: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০টি ডাকাতি ঘটনায় ভয়াবহ পরিস্থিতি গণতান্ত্রিক সংস্কার ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ার সময় এখনই

দিঘলিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

 ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

উপজেলা আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে , উপজেলা নিবার্হী অফিসার আরিফুল ইসলাম বলেন,
পবিত্র মাহে রমজান শেষে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে  আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ভূমি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সকলকে আশ্বস্ত করেন।  এছাড়া ঈদকে সামনে রেখে উপজেলা খেয়াঘাট ও নগর ঘাটা ফেরিতে অতিরিক্ত টোল উত্তোলন করতে না পারে সে জন্য নজর দারি বৃদ্ধির পাশাপাশি এ ধরনের অভিযোগ পেলে সংশ্লিষ্ট  ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
দিঘলিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে  উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা ও সমন্বয়  কমিটির মাসিক সভা এবং ২৫ মার্চ কালরাতে গণহত্যা দিবসের কর্মসূচি এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  পালনের প্রস্তুতি সভা সোমবার সকাল  ১১ টায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস ,উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহবুবুল আলম , সেনহাটি ইউপি প্যানেল চেয়ারম্যান ঝর্ণা বেগম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন,  প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা , উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধ খাঁ বাবলী,  তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু ,  উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম,  জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান , আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার ,   সরকারি দিঘলিয়া এম এ মজিদ ডিগ্ৰী কলেজ এর প্রভাষক মোঃ নাছির হোসেন, দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা রেজাউল ইসলাম,  দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম,  খানজাহান আলী থানার প্রতিনিধি মিকাইল হোসেন ,  বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
পরে একই স্থানে বেলা ১২ টায় উপজেলা নিবার্হী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে  ২৫ মার্চ কালরাতে গণহত্যা দিবস পালনের প্রস্তুতি সভা  ২৬ মার্চ স্বাধীনতা  দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয় ।
২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উৎযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের উদ্দোগ নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, সকল সরকারি,আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন , গুরুত্বপূর্ণ সরকারি ও আধা সরকারি স্থাপনা সমূহে আলোকসজ্জা এছাড়া একাত্তরের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ,   উপজেলার দেয়াড়াস্থ গণকবরে   পুষ্পমাল্য অর্পণ ।
সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন। প্রীতি ফুটবল প্রতিযোগিতা ছাড়াও রয়েছে
বীর মুক্তিযোদ্ধা যুদ্ধ তম মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ।
হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধ মুক্তিযোদ্ধাদের সুস্থতা এবং জাতির শান্তি, সমৃদ্ধি অগ্রগতি কামনা করে সকল মসজিদ মন্দির গির্জা ও উপাসনালয় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
এছাড়াও রয়েছে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট