নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় টাকা চুরির অভিযোগে বাবু ওরফে ছোট বাবু (৫৫) নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিলন মিয়া (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যায় নলুয়াপাড়া এলাকার একটি মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বাবু এবং মিলন একই এলাকার বাসিন্দা। বাবু পেশায় একজন শ্রমিক এবং স্থানীয় একটি থাই অ্যালুমিনিয়ামের দোকানে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশের সূত্র অনুযায়ী, বিকেলে মিলন মিয়া নিজের বাড়ি থেকে সাড়ে চার হাজার টাকা খোয়া যাওয়ার অভিযোগ করেন। এই সময় বাবু তাঁকে খুঁজতে সেখানে যান। ফলে টাকা চুরির ঘটনায় বাবুকে সন্দেহ করা হয়।
সন্দেহের একপর্যায়ে মিলন বাবুকে চোর বলে ধাওয়া দেন। পরে তাঁকে ধরে নলুয়াপাড়া মাঠে নিয়ে যান এবং মারধর করেন। এ সময় ইট দিয়ে আঘাত করা হয় বাবুকে। মারাত্মক আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর খবর পেয়ে পুলিশ বাবুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের মেয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার ভিত্তিতে গতকাল রাতেই অভিযুক্ত মিলন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, “বাবু ও মিলন উভয়েই মাদকাসক্ত। টাকা চুরির অভিযোগ থেকেই এই ঘটনার সূত্রপাত। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”
বাবুর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। মামলাটি তদন্তাধীন রয়েছে, এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তারা জানিয়েছেন, বাবু এবং মিলন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত।