1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত - RT BD NEWS
শনিবার, ০৩ মে ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১০০% শিক্ষার্থী উপস্থিত থেকে অংশগ্রহণ করে, যা একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

পরীক্ষা চলাকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল ইসলাম একাডেমিক ভবনের বিভিন্ন পরীক্ষা কক্ষ ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন। তিনি ভর্তি পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

ভর্তি কেন্দ্র হিসেবে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নির্বাচন করায় জিএসটি গুচ্ছভুক্ত কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য ড. মুহাম্মদ শহীদুল ইসলাম।
তিনি আরও পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনায় সহায়তাকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, আগামী ২ মে ‘বি’ ইউনিটের (মানবিক অনুষদ) এবং ৯ মে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পিরোজপুরবাসী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় এই প্রথমবারের মতো গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হওয়ায় সকল মহলে ব্যাপক প্রশংসা পাওয়া গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট