1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
পিরোজপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

পিরোজপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি

সারা দেশের মতো পিরোজপুরেও ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) পিরোজপুর পৌরসভা হল রুমে আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের রেজিস্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। তিনি বলেন, “সঠিক ভোটার তালিকা একটি সুষ্ঠু নির্বাচনের অন্যতম ভিত্তি। আধুনিক প্রযুক্তির সংযোজনের মাধ্যমে এবার আরও স্বচ্ছ ও নির্ভুল তালিকা প্রণয়ন করা হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, পিরোজপুর জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মান্নান, পিরোজপুর পৌর প্রশাসক মো. আসাদুজ্জামান, পিরোজপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মনিরুজ্জামান সোহাগ তালুকদার।

সারা দেশের মতো পিরোজপুরের ৭টি উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করা হবে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে এই কার্যক্রম।

ভোটারদের ছবি, স্বাক্ষর, আইরিশ স্ক্যান ও দশ আঙুলের ছাপ সংগ্রহের কাজ চলমান থাকবে পিরোজপুর সদর উপজেলা নির্বাচন অফিস ও রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়ের তত্ত্বাবধানে।

নির্বাচন কর্মকর্তারা জানান, নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্য সঠিক তথ্য প্রদান ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এ জন্য নাগরিকদের যথাযথ সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট