1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
প্রয়াত সাংবাদিক তোফাজ্জল ও সেলিমের মাগফিরাত কামনায় দোয়া - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

প্রয়াত সাংবাদিক তোফাজ্জল ও সেলিমের মাগফিরাত কামনায় দোয়া

নারায়ণগঞ্জ (বন্দর) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
বন্দর উপজেলা প্রেসক্লাব

দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন এবং খবর প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বন্দর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) এশার নামাজের পর বন্দর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মরহুম সাংবাদিকদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী।

দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি পাভেল, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পাপ্পু আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান সামিউজ্জামান সৈকতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি কে রাসেল, সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক মিলন, অর্থ সম্পাদক অজিত দাস, প্রচার সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম রিমন, কার্যনির্বাহী সদস্য শামীম ইসলাম, আবু সুফিয়ান এবং সাংবাদিক টিটু আহমেদও অনুষ্ঠানে অংশ নেন।

দোয়া মাহফিল শেষে প্রয়াত সাংবাদিক আরিফুল ইসলাম সেলিমের ছেলের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন আবুল কাউছার আশা। তিনি প্রয়াত সেলিমের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।

দোয়া মাহফিলে প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেন ও আরিফুল ইসলাম সেলিমসহ সব কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করা হয়। উপস্থিত সবাই মরহুমদের আত্মার শান্তি এবং তাদের পরিবারের কল্যাণ কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট