1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ফলাফল পুনর্মূল্যায়নসহ তিন দফা দাবিতে অনশন ভাঙলেন জাবির শিক্ষার্থীরা - RT BD NEWS
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় নারী চিকিৎসকে চেম্বার থেকে টেনে নিয়ে সড়কে মারধর বাংলাদেশে পুষ্টিহীনতায় ভুগছে কোটি শিশুরা: সংলাপে উদ্বেগ প্রকাশ বেইলি রোডে বহুতল ভবনে আগুন, ১৮ জনকে জীবিত উদ্ধার জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে চরম ভোগান্তি, অভিযোগের পাহাড় যাত্রীদের ঈদুল আজহা ২০২৫: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০টি ডাকাতি ঘটনায় ভয়াবহ পরিস্থিতি গণতান্ত্রিক সংস্কার ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ার সময় এখনই

ফলাফল পুনর্মূল্যায়নসহ তিন দফা দাবিতে অনশন ভাঙলেন জাবির শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

ফলাফল পুনর্মূল্যায়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের তিন শিক্ষার্থী তাঁদের অনশন ভেঙেছেন। সোমবার রাত পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ডাবের পানি পান করে তাঁরা এই কর্মসূচি শেষ করেন।

অনশনকারী শিক্ষার্থীরা হলেন, মো. আসাদুজ্জামান, মালিহা হাসান, রফা রওনক (যিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন)

শিক্ষার্থীরা আইন অনুষদের উন্নয়ন এবং স্বচ্ছতার দাবিতে তিনটি প্রধান দাবি উত্থাপন করেন, আইন অনুষদের ৪৯তম ব্যাচ থেকে ৫১তম ব্যাচের প্রকাশিত ফলাফল পুনর্মূল্যায়ন। ভর্তি পরীক্ষায় আইন অনুষদের জন্য আলাদা ইউনিট বরাদ্দ ও আইন অনুষদের জন্য স্থায়ী ভবন বরাদ্দ।

গত রোববার সন্ধ্যা থেকে শিক্ষার্থীরা তাঁদের দাবি আদায়ের লক্ষ্যে আমরণ অনশন শুরু করেন। অনশন চলাকালে তাঁদের মধ্যে রফা রওনক অসুস্থ হয়ে পড়লে তাঁকে সাভারের একটি বেসরকারি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমসহ কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আলোচনা শেষে উপাচার্য তাঁদের প্রয়োজনীয় আশ্বাস দেন। এর পর শিক্ষার্থীরা ডাবের পানি পান করে অনশন ভাঙেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, “সিন্ডিকেট তাঁদের ফলাফল পুনর্মূল্যায়নের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। ভবন বরাদ্দের বিষয়ে কলা ও মানবীকি অনুষদ ভবনের পাঁচতলা বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।”

শিক্ষার্থীদের তিন দফা দাবি নিয়ে প্রশাসনের এই আশ্বাস কিছুটা হলেও তাঁদের আন্দোলনের উত্তাপ কমিয়েছে। তবে ভবিষ্যতে এই দাবিগুলো পূরণের ক্ষেত্রে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার ওপরই নির্ভর করছে শিক্ষার্থীদের আস্থা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট